রাজশাহীতে গরমে পেকে নষ্ট হচ্ছে আম, বিপাকে বাগানি-বিক্রেতারা

১৮ জুন ২০২৫, ১২:২১ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:৩৫ AM
বিক্রির জন্য বাজারে আনা হয়েছে আম

বিক্রির জন্য বাজারে আনা হয়েছে আম © টিডিসি

রাজশাহীতে এবার আমের মৌসুম আশীর্বাদ পরিবর্তে যেন অভিশাপ। প্রচণ্ড গরমে সময়ের আগেই আম পাকতে শুরু করেছে। অনেক বাগানেই পুরোপুরি পাকার আগেই আম গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। আর যে আম বাজারে এসেছে, সেটাও বেশি দিন টিকছে না। ফলে বিপাকে পড়েছেন বাগানমালিক ও বিক্রেতারা।

রাজশাহীর বিভিন্ন আম বাজার ঘুরে দেখা গেছে, আমের দোকানে বিক্রি হচ্ছে ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতসহ নানা জাতের আম। তবে ভ্যানগাড়িতেও দেখা মিলছে ২০-৩০ টাকা কেজি দরে আম বিক্রির।

গোদাগাড়ীর বাগান মালিক রুহুল আমিন বলেন, ‘এ বছর প্রচুর গরম পড়ছে। মনে হয় গাছের ওপর আগুন ঢেলে দিয়েছে কেউ। আম গাছেই পাকছে অনেক আম কুড়াতেও পারছি না। ভালো দাম পাচ্ছি না গরমের কারণে। ৫০ হাজার টাকার আমবাগান বিক্রি করছি ৪০ হাজার টাকায়।’

চাঁপাইনবাবগঞ্জের বাগানমালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘ভেবেছিলাম ঈদের পর দাম বাড়বে। শহরের মানুষ আসবে বেচাকেনা বাড়বে। কিন্তু লোকজন এখন আম কেনার সময় পায় না, গরমে ঘর থেকে বের হতে চায় না। দু-তিন দিনেই পচে যাচ্ছে লাভ তো দূরের কথা, আসল টাকা তোরা এখন কঠিন। গরমের ফলে বাজারে আম নিয়ে যাচ্ছি। ব্যবসায়ীরা বলছে, একসাথে বেশি আম নেব না। অতি গরমে আম নষ্ট হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

রাজশাহীর সাহেব বাজারে আম বিক্রেতা মুক্তার উদ্দিন বলেন, ‘এ বছর প্রচণ্ড গরম থাকার কারণে আগেভাগে আম পাকে গেছে। বেশি করে যে আম তুলব সে সাহস পাচ্ছি না। গরমে দু-এক দিনেই আম পেকে যাচ্ছে। ভেবেছিলাম ঈদের পর ভালো বেচাবিক্রি হবে। তবে গরমে আমাদের হতাশ করেছে। আম পাকার সময় হিসাব করে লাভ করতে হয়। কিন্তু এখন যেভাবে হুট করে পেকে যাচ্ছে, তাতে আম তুলে আনতে গিয়েই অনেকটা পচে যায়।’

রাজশাহী বাসস্ট্যান্ডের আম বিক্রেতা সোহেল রানা বলেন, প্রথমের দিকে যেভাবে আম বিক্রি হচ্ছিল, ঈদের পর তা হচ্ছে না।

নিউমার্কেটে আম কিনতে আসা ফারজানা ইসলাম বলেন,  ‘রাজশাহী শহরে আমের দাম তুলনামূলকভাবে অনেকটা কম। তবে যে পরিমাণে গরম পড়ছে, সে জন্য মানুষ আম কিনে খাবে সে সাহস পাচ্ছে না।

রেলগেটে আম কিনতে আসা মাহফুজ রহমান বলেন, ‘বাজারে অনেক আম আছে, কিন্তু বেশি করে কিনে নিয়ে যাব সেই সাহস পাচ্ছি না। গরমের কারণে বাসার আম নষ্ট হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: ফাঁকা আসনে তৃতীয় ধাপে ভর্তি নিচ্ছে শাবিপ্রবি

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. উম্মে ছালমা বলেন, গত বছরের তুলনায় এবার আম বেশি। টানা দুই সপ্তাহ ধরে তাপমাত্রা বেশি থাকার কারণে আম বেচাবিক্রি কম। ঈদের ছুটি সময় তাপমাত্রা বেশি ছিল এবং আমের সরবরাহ বেড়েছে। ফলে আমের দাম কমেছে।

ট্যাগ: আম গরম
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!