ঝর্ণায় ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই কলেজছাত্রের

১৫ জুন ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
ঝরনার কূপে গোসলে নেমে মৃত্যু হয় দুই শিক্ষার্থীর

ঝরনার কূপে গোসলে নেমে মৃত্যু হয় দুই শিক্ষার্থীর © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডের দুটি ঝর্ণায় ঘুরতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কলেজ শিক্ষার্থী। আজ রোববার (১৫ জুন) দুপুরে মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসলে নেমে মৃত্যু হয় চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী আসিফ উদ্দিনের (২৪)। 

এর আগের দিন শনিবার (১৪ জুন) সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকায় অবস্থিত সহস্রধারা ঝর্ণায় পড়ে মৃত্যু হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. তাসিন আনোয়ারের (১৭)।

নিহত আসিফ উদ্দিনের বাড়ি চট্টগ্রাম সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকায়। তিনি ইসলামিয়া কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। সকালেই পাঁচ বন্ধু মিলে শহর থেকে রওনা দেন মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ঝর্ণায় প্রবেশের কিছু সময় পরই বন্ধুদের সঙ্গে জলকেলির একপর্যায়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। মিরসরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় দুপুর ১টার দিকে তার মরদেহ কূপ থেকে উদ্ধার করে।

আরও পড়ুন: নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে ঢাবির সাবেক ছাত্রীর ‘আত্মহত্যা’

বন্ধু মেহেদী হাসান জানান, আমরা পাঁচ বন্ধু সকালে রওনা দিয়ে সাড়ে ১১টার দিকে ঝর্ণায় পৌঁছাই। গোসল করার সময় হঠাৎ আসিফকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করি। অনেক খোঁজার পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে মরদেহ উদ্ধার করে। বন্ধুকে এভাবে হারাবো কখনো ভাবিনি।

মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার শাহলঙ্গ মারমা জানান, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা উদ্ধার অভিযানে যাই। ডুবুরি দলের সহায়তায় স্থানীয়দের সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

অন্যদিকে, সীতাকুণ্ডের সহস্রধারা ঝর্ণায় গতকাল সকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান মো. তাসিন আনোয়ার। ঝর্ণায় গোসল শেষে ফেরার পথে একটি নৌকা থেকে নামার সময় পা পিছলে তিনি লেকে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে খুঁজতে শুরু করেন। স্থানীয়রাও উদ্ধার প্রচেষ্টায় অংশ নেন, কিন্তু খোঁজ না পেয়ে পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় প্রায় ৩০ ফুট পানির গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে।

তাসিনের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ৩০ মিনিটের চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সবচেয়ে বেশি মৃত্যু বিএনপির, কম জামায়াতের—আ. লীগের কত
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুর-রাজশাহী ম্যাচ 
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
বৃত্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান ও জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে আজহারীর বার্তা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!