কুড়িগ্রামে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

১৫ জুন ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শাহারা বানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত শাহারা বানু (৪৫) উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। 

নিহতের স্বজনরা জানান, রবিবার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শাহারা বানু মারা যান। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, মামলার প্রস্তুতি চলছে। মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছে।  

সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় আমির
  • ০১ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহ…
  • ০১ জানুয়ারি ২০২৬
অধ্যাপকের গাড়ির ধাক্কায় পা ভাঙল রাবি ছাত্রীর
  • ০১ জানুয়ারি ২০২৬
কাল ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০১ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাসের নামে তিনটি আগ্নেয়াস্ত্র, স্ত্রীর নামে দুটি
  • ০১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল-শিবির ইস্যুতে ডাকসু ভিপিকে যে পরামর্শ দিলেন তারেক র…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!