ময়মনসিংহ সিটি করপোরেশনের উদাসীনতায় পানিতে ভাসছে চামড়া

১৫ জুন ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
এক ঘণ্টার বৃষ্টিতে লবণ দেওয়া শত শত চামড়া ভেসে যায়

এক ঘণ্টার বৃষ্টিতে লবণ দেওয়া শত শত চামড়া ভেসে যায় © সংগৃহীত

একটু বৃষ্টি হলেই পানি জমে ময়মনসিংহ সিটি করপোরেশনের শম্ভুগঞ্জ বাজারের চামড়ার হাটে। শনিবার (১৪ জুন) সকালে এক ঘণ্টার বৃষ্টিতে লবণ দেওয়া শত শত চামড়া ভেসে যায়। এসব চামড়া উদ্ধার করলেও আবার লবণজাত করে বিক্রি করতে হবে। ফলে খরচ বাড়বে দ্বিগুণ।

মৌসুমি ফঁড়িয়াদের অভিযোগ, প্রতি পিস গরু ও মহিষের চামড়ার জন্য ইজারা দিতে হয় ৪০ টাকা। হাটের এমন দুর্ভোগ আর দাম নিয়ে তাই তারা হতাশ।

এদিকে ময়মনসিংহ বিভাগসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে শুক্রবার (১৩ জুন) রাত থেকেই চামড়া নিয়ে এসে বসে আছেন ফঁড়িয়ারা। বৃষ্টি আসায় দাম নিয়ে নানা টালবাহানা করেন ট্যানারি মালিকরা। সরকার-নির্ধারিত দাম তো দূরে, ৬০০ থেকে ৭০০ টাকার ওপর কেউ দাম হাঁকছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের।

অথচ শম্ভুগঞ্জ বাজারের এই চামড়ার হাটে ঈদ-পরবর্তী সময়ে প্রতি হাটবারে বিক্রি হয় চার থেকে পাঁচ কোটি টাকার চামড়া।

এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি ট্যানারি মালিকরা। আর সংশ্লিষ্ট ইজারাদার ময়মনসিংহ সিটি করপোরেশনকে হাটের উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

হাটের ইজারাদার মো. আবু জাফর সুমন বলেন, সিটি করপোরেশনকে লাখ লাখ টাকা ইজারা দিলেও আজও হাটের উন্নয়ন হয়নি। অনেক চামড়া হাটে পানিতে পড়ে আছে। একটা ভালো শেড ঘর থাকলেও কিছুটা রক্ষা পেত চামড়াগুলো। দূর-দূরান্ত থেকে ট্যানারি মালিকরা এসেও ব্যবসার কোনো পরিবেশ পান না। এতে দামেও প্রভাব পড়ে। চামড়াশিল্পকে বিকশিত করতে হাট উন্নয়নের বিকল্প নেই।

‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫