ময়মনসিংহে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো দর্শকের ভিড়

১২ জুন ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০২:৪৩ PM
ঐতিহ্যবাহী লাঠিখেলা

ঐতিহ্যবাহী লাঠিখেলা © টিডিসি

লাঠির ঠকঠকানি। রাম দায়ের কসরত। ঢোলের তাল মিলে হয় লাঠিখেলা। গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যের লাঠিখেলার প্রতি মানুষের আগ্রহের কোন কমতি নেই। ঈদ পরবর্তী এমন লাঠি খেলার আয়োজনকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দুগাঙ্গায় জড়ো হয়ে ছিলেন হাজারো দর্শক। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে অনিবার্ণ ছাত্র সংঘ আয়োজন খেলার উদ্ভোধন করেন ড. একেএম নজরুল ইসলাম ও ইঞ্জিয়ার জয়নাল আবেদীন। 

আয়োজকরা জানান, লাঠিখেলা গ্রাম বাংলার হারিয়ে য়াওয়া একটি খেলা। এ খেলার প্রতি মানুষের আগ্রহের কোম কমতি নেই। সরকারী বা বেসরকারীবাবে পৃষ্টপোষকতা পেলে হারিয়ে খেলা প্রাণ ফিরে পাবে। অপসংস্কৃতি থেকে যুব সমাজ রক্ষা করা সম্ভব হবে। 

গরোবাজার থেকে আসা প্রবীন খেলোয়ার সোহরাব আলী জানান, আমি ২৫ বছর ধরে লাঠি খেলা খেলি। আগের ব্যাপকভাবে আয়োজন হত। এখন আয়োজনিই হয়না। তবে যেখানে খেলাটির আয়োজন হয় সেখানেই হাজার দর্শক উপচে পড়ে। খেলাটি গ্রাম বাংলার অতি পরিচিত খেলা। খেলাটির  প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে। 

দর্শক আঃ রহিম জানান, আমার বয়স ৭০। ছোটকালে খেলাটি গ্রামে অনুষ্ঠিত হত। এখন আয়োজন হয়।  খেলোয়ারও নেই আগের মত। তবে লাঠি খেলা আনন্দদায়ক খেলা। মানুষ খেলা দেখা অনেক আনন্দ পান। 

ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!