চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ১১ জুন ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ১২:৫৪ PM
চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রফরফ-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে লঞ্চটি মাঝনদীতে অবস্থানকালে এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম রেজিয়া বেগম (৬৫)। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও মোহাম্মদ জলিলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, রেজিয়া বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। হঠাৎ তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে মতলব মোহনপুর ঘাটে নামানো হয়।
লঞ্চের সহযাত্রী নুরে আলম নয়ন বলেন, ‘রেজিয়া বেগম লঞ্চে ওঠার পর থেকেই কিছুটা দুর্বল ছিলেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত অচেতন হয়ে যান। আমরা ধারণা করছি, তিনি স্ট্রোক করেছিলেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু তখনই বোঝা যায় তিনি মারা গেছেন।’
আরও পড়ুন: সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ও ড্রাফটসম্যান নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
এ বিষয়ে লঞ্চ সুপারভাইজার ইউছুফ ও আজগরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ইউছুফ বলেন, ‘আপনারা মৃত যাত্রীর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারেন।’
এ বিষয়ে চাঁদপুর কোস্টগার্ড কতৃপক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলাম লাশ উদ্ধার করে আনার জন্য। কিন্তু তার আগেই মৃত যাত্রীর আত্মীয়স্বজনরা মতলব মোহনপুর ঘাটে লঞ্চ থামিয়ে লাশ নামিয়ে নিয়ে চলে গেছেন।