ছাত্রীকে ভয় দেখিয়ে পা চাটানো ও ময়লা খাওয়ানোর অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

০৫ জুন ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৭:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বরগুনার তালতলী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে এক ছাত্রীকে দিয়ে নিজের পা চাটানো ও মাটির ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় তারা।

বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার লাউপাড়া এলাকায় অবস্থিত মারকাজুল কুরআন আরবি মাদ্রাসায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান মাদ্রাসাটিতে ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। 

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘পড়া না পারায় স্যার আমার মেয়েকে একা রুমে ডেকে নেন। পরে ভয় দেখিয়ে তাকে দিয়ে নিজের পা চাটান এবং মাটির ময়লা খাওয়ান।’

শিক্ষক মিজানুর রহমান অভিযোগটি অস্বীকার করে বলেন, ‘আমি মেয়েটিকে শুধুই ভয় দেখিয়েছি। কিন্তু তাকে দিয়ে পা চাটানো বা ময়লা খাওয়ানোর কোনো ঘটনা ঘটেনি।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫