টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সুলতান নামে এক হাউসবোটে ভয়াবহ আগুন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সুলতান নামে এক হাউসবোটে ভয়াবহ আগুন  © সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সুলতান নামে এক হাউসবোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় ওই ১৩ জন পর্যটক থাকলেও তারা নিরাপদে নৌকাটি থেকে নেমে পড়েন।

স্থানীয়রা জানান, নৌকায় ১৩ জন পর্যটক ছিলেন। আজ রাত ৮টার দিকে জেনারেটর থেকে আগুন লেগে ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে। পরে ফুয়েল ট্যাংকের আগুনে রান্নার রুমের সিলিন্ডার ফেটে গিয়ে পুরো হাউসবোটের স্টিলের অংশ ছাড়া সব কিছু পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের শুরুতেই পর্যটকরা নিরাপদে নৌকা থেকে নেমে আসেন। স্থানীয়রা আগুন নেভান। রাহাবার নামে ওই হাউসবোটের মালিক ঢাকার এক ব্যক্তি।’

সুলতান হাউসবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২জন পর্যটক নিয়ে হাউসবোট যোগে প্রথমে তারা টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ারে আসেন। এখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনের নদীতে হাউসবোট নোঙ্গর করেন। এসময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন আর তারা রাতের খাবারের ব্যবস্থা করছিলেন। হাউস বোর্ডে জেনেরেটর চালানো ছিল। কেবিনের একজন তার মোবাইল ফোন চার্জের মাল্টিতে লাগানোর মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভাতে, কিন্তু তারা পারছিলেন না, আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। পরে সঙ্গে থাকা অন্য একটি পর্যটকবাহী নৌকাতে তাদের পর্যটকদের দ্রুত তুলে দিয়ে কোনো রকম জীবন রক্ষা করেন। 

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence