রাজধানীজুড়ে তীব্র যানজট, অনেক জায়গায় নড়ছে না গাড়ি

রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা
রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা  © টিডিসি ফটো

রাজধানী ঢাকায় বুধবার (২৮ মে) সকাল থেকেই যানজট ভয়াবহ রূপ ধারণ করে। বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, কিছু কিছু স্থানে গাড়ি ঘণ্টার পর ঘণ্টা নড়তেও দেখা যায়নি। সকাল ৯টা থেকেই শহরের বিভিন্ন প্রান্তে এ অবস্থা শুরু হয়। পরে দুপুর গড়িয়ে বিকেলের দিকে আরও প্রকট আকার ধারণ করে। নগরবাসীকে রীতিমতো চরম দুর্ভোগে ফেলে দেয় এই অচলাবস্থা।

সরেজমিনে দেখা গেছে, বিজয় সরণি থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত পুরো সড়কে যানবাহন স্থবির হয়ে পড়ে। যানজটের কারণে বহু মানুষ অফিসে যেতে দেরি করেছেন, কেউ কেউ রিকশা বা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আমান উল্যাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘বিকেল শিফটে অফিসে যাওয়ার পথে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। রিকশাও নড়ছে না, গাড়ি তো একেবারেই বন্ধ।’

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে যানজটের তেমন উন্নতির সম্ভাবনা নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ শহরের প্রধান সড়কগুলোয় গাড়ির সারি যতদূর চোখ যায়, কেবল থেমে থাকা যানবাহন আর হাঁটা পথচারীদের দৃশ্য চোখে পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সমাবেশকে ঘিরে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় আসায় আজকের এ যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লাসহ আশপাশের জেলা থেকে বাসে করে রাজধানীতে নেতা-কর্মীদের আগমনেই নগরজুড়ে সৃষ্টি হয় অতিরিক্ত যানবাহনের চাপ।

তিনি আরও জানান, নগরের প্রবেশপথগুলোয় গাড়ির চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা মাঠে আছেন। তবে এত চাপের মধ্যে যানজট নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।


সর্বশেষ সংবাদ