রোগী সেজে দুদকের অভিযান, স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল অনিয়মের চিত্র
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দীর্ঘ ছয় ঘণ্টার এই অভিযানে স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে দলটি সাধারণ রোগীর ছদ্মবেশে সেবা নিতে গিয়ে তথ্য সংগ্রহ করে, এরপর সরাসরি অভিযান শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে।
বিশেষ করে প্যাথলজি বিভাগে রসিদ ছাড়াই নগদ অর্থ গ্রহণ, বিদ্যমান সফটওয়্যার থাকার পরও কাঁচা রসিদের মাধ্যমে টাকা আদায়ের মতো অনিয়ম ধরা পড়ে। এছাড়াও জেনারেটর বন্ধ থাকা, তিনটি কেবিনের মধ্যে একটি কেবিন স্টোর রুম হিসেবে ব্যবহারের বিষয়টি, পুরুষ ওয়ার্ডের বাথরুমে দরজা না থাকা ও পরিবেশের অপরিচ্ছন্নতা দুদকের নজরে আসে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা নারী, পুরুষ ও শিশু ওয়ার্ড ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবার মান এবং অবকাঠামোগত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন,
"নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোগী সেজে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখি। পরে প্যাথলজি ও অন্যান্য শাখায় সরাসরি অনিয়মের প্রমাণ পাই। এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এই অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী দুদকের উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।
দুদকের এমন গোপন অভিযানে স্থানীয় স্বাস্থ্যসেবার নৈতিকতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী দুদকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং অনিয়ম রোধে নিয়মিত নজরদারির আহ্বান জানিয়েছেন।