বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর

নিহতদের বাড়িতে এলাকাবাসী ও স্বজনদের ভিড়
নিহতদের বাড়িতে এলাকাবাসী ও স্বজনদের ভিড়  © সংগৃহীত

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে শাশুড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে সদর উপজেলার চাপরা শরনজানি ইউনিয়নের ইটাপির এলাকায়।  

নিহতরা হলেন- সোলায়মান হুসাইন (৭৫) ও পুত্রবধূ শাবানা (৩৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সোলায়মানের স্ত্রী ওয়াতুননেসা (৭০)।

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রায় আজ মিলছে ১ জুনের টিকিট

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় বৃষ্টির কারণে বসতবাড়ি ভেঙে যাওয়ায় বাঁশের খুঁটি লাগানোর কাজ করছিলেন সোলেমান বাবু। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সোলায়মান হুসাইন। তখন তাকে বাঁচাতে এগিয়ে যান তার স্ত্রী ও পুত্রবধূ শাবানা। মুহূর্তেই তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই সোলায়মান ও শাবানা মারা যান। শ্বশুরকে বাঁচাতে শাবানার আত্মত্যাগে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।   

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!