১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৬ জন

১৬ মে ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
নওগাঁ পুলিশ লাইন্স

নওগাঁ পুলিশ লাইন্স © টিডিসি

‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁর ৩৬ জন। মাত্র ১২০ টাকার সরকারি আবেদন ফি জমা দিয়ে এই চাকরি অর্জন করেছেন তারা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে নওগাঁ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্যে ৬৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তারা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ সম্পন্ন করে চূড়ান্ত যাচাইয়ের পর ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো তদবির বা ঘুষ ছাড়াই যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের এ অর্জন নিঃসন্দেহে গর্ব করার মতো।’

নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, ‘সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়ার সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনজন দালালকে আটক করা হয়েছে। তারা চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে চুক্তি করেছিল। তাদের কাছ থেকে নগদ অর্থ, চুক্তিনামা, ব্যাংক চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।

 

এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখতেন দুই জেলায়
  • ১২ জানুয়ারি ২০২৬
জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9