গাভি ফেরত পেলেন নার্গিস, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

১৬ মে ২০২৫, ১২:৩৬ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৫:২৬ PM
গাভি ফেরত পেলেন নার্গিস

গাভি ফেরত পেলেন নার্গিস © টিডিসি

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকা আদায়ের জন্য গরু নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বেল্লাল হোসেন খানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী নারী নার্গিস আক্তারের কাছে গরুটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা শাখার আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন খান পাওনা টাকা আদায় করতে গিয়ে আবু বকরের পোষা গাভি তার গোয়ালঘর থেকে নিয়ে গেছেন— যা বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত হয়। এতে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মো. বেল্লাল হোসেন খানকে সমস্ত পদ ও পদবি থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত মো. বেল্লাল হোসেন খান বলেন, ‘নয় বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই। এখন সুদে আসলে সেটি ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা ফেরত না দেওয়ায় আমি গরু নিয়েছিলাম। পরে রাতেই নার্গিস বেগমের কাছে লোকজনের উপস্থিতিতে গরুটি ফিরিয়ে দিয়েছি।’

ভুক্তভোগী নার্গিস আক্তার জানান, স্বামী দীর্ঘদিন ধরে এলাকায় নেই এবং খোঁজও রাখেন না। গার্মেন্টসে চাকরি করে সঞ্চিত অর্থে তিনি একটি দুধেল গরু কিনেছিলেন। সেই গরুর এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। গাভীটি নিয়ে যাওয়ার পর বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় তিনি ঝালকাঠি আদালতে মামলা করতে যান।

নার্গিস আক্তার আরও বলেন, ‘গত কয়েক মাস ধরে আমার স্বামী এলাকা ছাড়া এবং কোনো খোঁজখবরও রাখেন না। গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা জমিয়ে আমি একটি দুধেল গরু কিনি। কিন্তু স্বামীর পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন খান গরুটি নিয়ে যান। মা গরুটিকে না পেয়ে বাছুরটি দুধ না খেয়ে অসুস্থ হয়ে পড়ে।’

তিনি আরও জানান, ‘আমি ঝালকাঠি আদালতে মামলা করতে যাই। এরপর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বেল্লাল হোসেন খান গরু ফেরত দেওয়ার কথা বলে আদালত থেকে আমাকে বাড়িতে নিয়ে আসেন এবং রাতে স্থানীয় লোকজনের সামনে গরুটি ফিরিয়ে দেন।’

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বেল্লাল হোসেন খানের এমন আচরণ কোনো সভ্য সমাজে কাম্য নয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

ট্যাগ: গাভি
মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9