ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

০২ মে ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তাদের আরও দুই বন্ধু। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোল ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার (২ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী  ভুট্টু। 

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২২) এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক (২১)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে চার বন্ধু এক মোটরসাইকেলে করে পলাশবাড়ীর উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ঢোলভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও কৌশিক নিহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুই জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধার প্রদানের অভি…
  • ২৯ জানুয়ারি ২০২৬