মসজিদে ফুলের মালায় বরণ সেই জাকিরকে, ভিডিও ভাইরাল 

১৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১০ PM
মসজিদে জাকির খানকে ফুল দিয়ে বরণ

মসজিদে জাকির খানকে ফুল দিয়ে বরণ © ফেসবুক থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত জাকির খান সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। যেদিন (১৩ এপ্রিল) কারাগার থেকে মুক্ত পান, সেদিন সকালে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। বিশাল রাজকীয় সংবর্ধনা দিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করেন। এ ঘটনা দেশজুড়ে আলোচিত হয়। তার পর শুক্রবার (১৮ এপ্রিল) নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এ সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আলোচিত-সমালোচিত হয়েছে।

জানা গেছে, জাকির খান দীর্ঘ ২২ বছর পরে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। মসজিদটি নারায়ণগঞ্জের দেওভোগের তার নিজ বাড়ির পাশেই অবস্থিত। নাম শাকিল আলী জামে মসজিদ। মসজিদের ইমাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করেন।

ভাইরাল ভিডিও শেয়ার করে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান লিখেছেন, ‘এমন ‘অ্যাবসার্ড’ একটা ভিডিও আমি কখনো দেখিনি। সন্ত্রাসী জাকির খানকে পবিত্র মসজিদের ভেতর মালা পড়িয়ে দিচ্ছেন ইমাম সাহেব। ৪টি হত‍্যা সহ ৩৩ মামলার আসামী জাকির ২০০৩ সালে একটি খুনের ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে যান।’

তিনি আরও লিখেছেন, ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ২৬ টি মামলায় কোন এক দৈব শক্তির বলে খালাসও পেয়েছেন। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরে এসে রাজধানীর বসন্ধুরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবার বসবাস শুরু করেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‍্যাব। তার পর থেকে জেলেই ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির।’

তিনি আরও লিখেছেন, ‘নেপথ‍্য ওই শক্তির সহায়তায় এ বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পেয়ে যান। এবং গতসপ্তাহে বেশ রাজকীয় অভ‍্যর্থনার মাধ্যমে জেল থেকে মুক্তি পান তিনি। জানা গেছে, তিনটি মামলায় জামিন থাকায় তার জেল থেকে বের হতে তেমন একটা বেগ পেতে হয়নি। মসজিদের ভেতর ইমাম সাহেব ও অন‍্যান‍্যদের সাথে এ ধরনের মালাবদলের দৃশ‍্য বেশ কুরুচিপূর্ণ।’

জুলাই গণঅভ্যুত্থানে ৮ শহিদের পরিচয় শনাক্ত
  • ০৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার তেল চান ট্রাম্প, তার পরিকল্পনা কাজ করবে?
  • ০৫ জানুয়ারি ২০২৬
দেশ ও জনগণের জন্য উৎসর্গীকৃত জীবন: বেগম খালেদা জিয়ার বিদায়
  • ০৫ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের নতুন সভাপতি রফিকুল, সেক্…
  • ০৫ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ জানুয়ারি ২০২৬
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি
  • ০৫ জানুয়ারি ২০২৬