ট্রেন আসার আগমুহূর্তে রেললাইনে আটকে গেল বাস, অতঃপর...

বাসের জানালা দিয়ে লাফিয়ে নামছেন যাত্রীরা
বাসের জানালা দিয়ে লাফিয়ে নামছেন যাত্রীরা  © সংগৃহীত

ট্রেন আসার আগমুহূর্তে রাজধানীর মগবাজার রেলগেটে রেললাইনের ওপর আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস আটকে যায়। এ সময় প্রাণভয়ে যাত্রীরা  বাসের জানালা দিয়ে লাফিয়ে নামেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটে তৌকির আহমেদ নামে একজন ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেনি। এমন সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না গেটকিপার।

আরো পড়ুন: নিখোঁজের ১৪ ঘণ্টা পর মিলল সেই শিশুর নিথর মরদেহ

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিলেন গেটকিপার। যাত্রীরা প্রাণভয়ে এমন সময় বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এরপর বাসের চালক কোনো রকমভাবে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তার কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence