কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৫ PM

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’-এর সামনে এক তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কফিশপের ম্যানেজারসহ দুজনকে গ্রেপ্তার করলেও, ভুক্তভোগী সেই তরুণীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার খোঁজ পেয়েছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে আমরা ভুক্তভোগী সেই তরুণীর খোঁজ পেয়েছি। পরিবারসহ রাতে ওই ভুক্তভোগী তরুণীকে থানায় ডেকে নেওয়া হয়। পরিবারের সামনেই ঘটনা সম্পর্কে তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ ঘটনা সম্পর্কে জবানবন্দির জন্য ভুক্তভোগীকে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগী তরুণী পরিবারের সঙ্গে খিলগাঁওয়ে এলাকায় বসবাস করেন।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে ওই কফিশপে অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কফিশপের দুজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ওই তরুণী কফিশপে ঢুকে গ্রাহকদের বিরক্ত করতেন।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আল আমিন বলেন, গত ১১ এপ্রিলের মারধরের ওই ঘটনা সোমবার ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে হেফাজতে নেয় পুলিশ। পরে মালিক জিয়াউর রহমান অসুস্থ থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠায় পুলিশ। ওইদিন পুলিশ বাদী মামলা নথিভুক্ত হয় রামপুরা থানায়।