যশোরে এক বোঁটায় ৩০ লাউ, দেখতে উৎসুক মানুষের ভিড়

একই বোঁটায় ধরেছে ৩০টি লাউ
একই বোঁটায় ধরেছে ৩০টি লাউ  © টিডিসি

বাঙালির খাবারের তালিকায় লাউয়ের কদর অন্যতম। আর মাচায় লাউ ঝুলবে এটাই স্বাভাবিক। কিন্তু এক বোঁটায় ৩০টি লাউ ধরবে, এটা তো অস্বাভাবিক! তবে এমন ঘটনা অবিশ্বাস্য হলেও একটি লাউগাছের একটি বোঁটায় (গাছের শাখার সংযোগস্থল) ৩০টি লাউ ধরেছে। ওই লাউগাছে এই অস্বাভাবিক লাউ ধরার ঘটনা দেখতে উৎসুক জনতা ভিড় করছে। 

যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম ওসমান আলীর বাড়িতে এমন ঘটনা ঘটেছে।

সরেজমিন দেখা যায়, বড় লাউ মাচায় একটি থোকায় ৩০টির মতো লাউ ঝুলে আছে। তবে এর মধ্যে একটি লাউ ওজন ৩০০ গ্রামের মতো। বাকিগুলো ১০০ গ্রামের মতো ওজন হবে। এগুলো বড় হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

ওসমান আলী বলেন, ‘বাড়ি থাকা বীজ দিয়ে লাউয়ের চারা তৈরি করি। প্রথম থেকে গাছে ভালোই বড় বড় লাউ ধরে। কিছু লাউ খাওয়া হয়। এবং কিছু লাউ প্রতিবেশীদের দেওয়া হয়। কয়েক দিন আগে হঠাৎ একই থোকায় কয়েকটি লাউ ধরেছে। কিছুটা অবাক হয়। কিছু দিন যেতে না যেতে দেখি, একই বোঁটায় (গাছের শাখার সংযোগ স্থল) ফেটে অসংখ্য লাউ ধরছে। এর মধ্যে ৩০টির মতো লাউ একই স্থানে ধরেছে। সেগুলোর মধ্যে বেশ কিছু বড়ও হচ্ছে। দেখে মনে হয় একটি থোকায় সব লাউ ঝুলে আছে। এ খবর সবার কানে কানে হলে বিভিন্ন স্থান থেকে মানুষ এসব লাউ দেখতে আসছেন।’

আরও পড়ুন: কুয়েটের বিষয়ে কুবি শিক্ষার্থীদের দুই দাবি

ওসমান আলীর ভাই লোকমান হোসেন বলেন, জীবনে প্রথম দেখলাম এমন ঘটনা। একটি বোঁটায় একসঙ্গে ৩০টি লাউ। এটা আমার কাছে আশ্চর্য ঘটনা মনে হয়েছে। আল্লাহতালার রহমত।’

খবর শুনে চৌগাছা থেকে লাউ দেখতে যান সাগর নামে এক যুবক। তিনি বলেন, ‘খবর শুনে আমি লাউ দেখতে আসলাম। আমি দেখে তো অবাক হয়ে গেছি। লাউয়ের একটি থোকায় ৩০টি লাউ, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।’

জানতে চাইলে চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, ‘এমন ঘটনা আমার চাকরিজীবনে প্রথম। তবে হতে পারে এক বোঁটা থেকে অনেকগুলো ফুল হয়েছে এবং সেগুলো সঠিক পরাগায়ন হওয়ায় এ লাউ হয়েছে। তবে আমরা এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence