ঈদে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

০১ এপ্রিল ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৮ PM

© টিডিসি ফটো

ফেনীতে ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকাআরো দুইজন গুরুতর আহত হন।

জানা গেছে, নিহত সাকিবুল হাসান (২৪) চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামের ইউসুফের ছেলে রায়হান (২২), অপরজন একই উপজেলার বেলালের ছেলে শাকিল আহমেদ (২৩)

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। 

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বরূপ দাশ বলেন, মোটরসাইকেলের তিন আরোহী কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল দ্রুতগতিতে চলছিল, যার ফলে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এবং দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে তার পরিবার মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় আহত দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ: ঈদ ফেনী
দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬
হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬