গাজীপুরে গার্মেন্টস কারখানায় ভূতের আতঙ্কে অসুস্থ ১০-১৫ শ্রমিক

এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং
এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং  © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার (শিরিরচালা) এলাকায় এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামের একটি কারখানায় ভূতের আতঙ্কে ১০-১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কারখানায় কয়েকদিন ধরে ওয়াশরুমে জিন-ভূতের উপস্থিতি নিয়ে আলোচনা চলছিল। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা কারখানার নিচে জড়ো হয়ে হইচই শুরু করেন। এ সময় কয়েকজন শ্রমিক ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সিঁড়ি দিয়ে নামার সময় ভয়ে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে ছুটি ঘোষণা করে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচতলা ভবনের এই কারখানায় প্রায় ২,২০০ শ্রমিক কর্মরত। সকাল ৯টার দিকে কয়েকজন নারী শ্রমিক ওয়াশরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বের হওয়ার সময় উৎপাদন ফ্লোরে পড়ে যান। পরে আহতদের উদ্ধার করে বাঘের বাজার হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহমেদ ইবনে জামান জানান, প্রথমে ৭-৮ জন শ্রমিক চিকিৎসার জন্য আসেন, যাদের মধ্যে তিনজনকে অক্সিজেন এবং একজনকে স্যালাইন দেওয়া হয়। তারা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। অসুস্থতার কারণ সম্পর্কে তিনি বলেন, এটি আতঙ্কের প্রভাব হতে পারে অথবা রোজার কারণে শরীর দুর্বল হয়ে পড়ায় এমনটি ঘটতে পারে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ জানান, ভূতের ভয় পেয়ে সাতজন গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার জানিয়েছে, মোট ১০-১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাদের মধ্যে চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং সাংবাদিকদের কারখানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ