পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত (এনএআরএস) প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিনটি প্রকাশনা। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৪ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
বয়সসীমা: প্রার্থীর বয়স ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে।
আরও পড়ুন: অক্সফামে চাকরির সুযোগ, বেতন ১৮ লাখের বেশি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলেঅকর ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে তিন প্রস্থ প্রোফাইল জমা দিতে হবে। প্রার্থীকে নির্দিষ্ট পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীর নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।