লোকবল নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক, বেতন ২৮ হাজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৭ PM
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ট্রেইন অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি ২০২২পর্যন্ত।
আইএফআইসি ব্যাংক দেশের একটি প্রাইভেট ব্যানিজ্যিক ব্যাংক। ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তা নিয়ে ১৯৭৬ সালে গঠিত হয়। ১৯৮৩ সালে সরকার ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেয়া শুরু করলে আইএফআইসি ব্যাংক পুরাপুরি বেসরকারি খাতে চলে যায়।
আরও পড়ুন: দেশ সুস্থ আছে বিধায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড
প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি ব্যাংক।
পদের নাম: টিএও
পদসংখ্যা: নির্ধারিত নয়।
বয়স: ২৭ ফেব্রুয়ারি ২০২২ সাল অনুসারে সর্বোচ্চ ৩০ বছর।
আরও পড়ুন: উত্তীর্ণের চেয়ে আসন বেশি, তবুও শঙ্কা উচ্চ শিক্ষায়
মাসিক বেতন: শিক্ষানবিশ থাকাবস্থায় ২৮ হাজার ৩৭০ টাকা। তবে পরে আরও বেতন বৃদ্ধি পেয়ে ৩৯ হাজার ৫১০ টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। তবে শিক্ষাজীবনের কোনস্তরে তৃতীয় শ্রেণি গ্রহনযোগ্য নয়।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের জন্য কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: দেশের যেকোন স্থানে।
আবেদন প্রক্রিয়া: অনলাইনের এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আবেদন করা যাবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।