বয়সে ছাড় পাচ্ছেন ব্যাংকের চাকরিপ্রার্থীরাও

পরীক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংক লোগো
পরীক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংক লোগো  © ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে ব্যাংকের নিয়োগ পরীক্ষা আটকে থাকায় চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে যে সকল ব্যাংক সরাসরি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসকল ব্যাংককে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের  ২৫ মার্চ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হলো।

এতে আরও বলা হয়, করোনার কারণে যে সকল ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, তাদের ৩১ ডিসেম্বর মধ্যে প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ ধরতে হবে। সে হিসেবে চাকরি প্রার্থীরা বয়সে ২১ মাস ছাড় পাচ্ছেন। তবে বিসিএসের ক্ষেত্রে এই ছাড় দেয়া হচ্ছে না।


সর্বশেষ সংবাদ