করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সাত ব্যাংকের পরীক্ষা

ব্যাংকার্স সিলেকশন কমিটি
ব্যাংকার্স সিলেকশন কমিটি  © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা আয়োজন করতে চায় না ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। দেশে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিএসসি।

বিএসসি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বড় কোনো পরীক্ষা আয়োজনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সরকারী কর্ম কমিশনকে (পিএসসি) অনুসরণের কথা বলেছে। ফলে সদ্য অনুষ্ঠিত হওয়া ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার দিকে তাকিয়ে ছিল বিএসসি। তবে পিএসসি পরীক্ষা নিতে পারলেও প্রতিনিয়ত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা আয়োজন করতে পারছে না বিএসসি। সংক্রমণ কমলে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিএসসি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব আরিফ হোসেন খান সোমবার (২২ মার্চ) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়া এই মুহূর্তে বড় ধরনের কোনো পরীক্ষা নিয়ে ভাবা হচ্ছে না। যে সকল পরীক্ষার ক্ষেত্রে প্রার্থী সংখ্যা ১০ হাজারের আশপাশে হবে সেই পরীক্ষা নিয়ে নেয়া হবে। তবে জেনারেল পদের পরীক্ষাগুলো এই মুহূর্তে নেয়া সম্ভব হবে না। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করব।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বিএসসি। কিন্তু সে সময় দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় বিএসসি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৭১টি পদে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সমন্বিত সাতটি ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি, কর্মসংস্থান ব্যাংক-৬ টি, সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ