সাত ব্যাংকের পরীক্ষা নিয়ে চলতি সপ্তাহেই সুসংবাদ মিলতে পারে

সমন্বিত সাত ব্যাংক
সমন্বিত সাত ব্যাংক  © সংগৃহীত

সমন্বিত সাত ব্যাংকের স্থগিত পরীক্ষার তারিখ নিয়ে চলতি সপ্তাহেই সুখবর মিলতে পারে। ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) বলছে, যেহেতু বিসিএস’র মত বড় পরীক্ষা হয়েছে এবং তাতে সাড়ে ৪ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে; তাই মাত্র দেড় লাখ পরীক্ষার্থীর সাত ব্যাংকের পরীক্ষা হতে ওই অর্থে বাধা নেই। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া যেতেই পারে। এর আগে এপ্রিল মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল বিএসসি।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব আরিফ হোসেন খান শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সমন্বিত ব্যাংকের পরীক্ষার তারিখ নিয়ে চলতি সপ্তাহেই (রবিবার/সোমবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। আশা করি সুসংবাদ জানাতে পারব। তিনি বলেন, ‘পরীক্ষা না হওয়ায় বেকারদের বড় একটি অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা পরীক্ষা দিতে চায়। অনেকে ফোন করে। আমরাও পরীক্ষা নিতে ব্যাপারে উদগ্রীব। দ্রুতই বিষয়টি নিয়ে ইতিবাচক সংবাদ দিতে পারব বলে আশা করি।’

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বিএসসি। কিন্তু সে সময় দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ২৮ নভেম্বর পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় বিএসসি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৭১টি পদে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সমন্বিত সাতটি ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি, জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি, রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি, কর্মসংস্থান ব্যাংক-৬ টি, সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ