প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা

২০ জুলাই ২০১৯, ১০:৪৫ AM

© টিডিসি ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আবারো একত্রিত হয়েছি। নতুন সদস্যদের নিয়ে আমরা নতুনভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তাদের দাবির বিষয়ে তিনবার আলোচনা হয়েছে। এছাড়া বর্তমান আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহারেও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস ছিল। তারপরও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হয়নি। এ কারণে তারা আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করবেন বলে জানিয়েছেন।

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬