আটককৃতদের না ছাড়লে টিএসসিতেই থাকবে ৩৫ আন্দোলনকারীরা

২০ এপ্রিল ২০১৯, ০৭:০৫ PM
রাজু ভাস্কর্যের সামেনে সন্ধ্যার পর আন্দোলনকারীরা

রাজু ভাস্কর্যের সামেনে সন্ধ্যার পর আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। যদিও সমাবেশস্থলের ভেন্যু পরিবর্তন করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে আন্দোলনকারীরা।

সন্ধ্যায় সেখান থেকেই হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে, আটক ৭ জনকে মুক্তি না দিলে টিএসসিতেই অবস্থান করবেন তারা। যুগ্ম আহ্বায়ক নাসিম বলেন, আমরা এখনও রাজু ভাস্কর্যে আছি। যতক্ষন না পর্যন্ত আমাদের ভাইদের থানা থেকে ছেড়ে না দেওয়া হবে; আমরা এই স্থান ত্যাগ করব না। একই কথা বলেন বিজিত শিকদার। তিনি বলেন, আমরা এখানে থাকব ততক্ষন পর্যন্ত; যতক্ষন না পর্যন্ত তাদের থানা থেকে ছেড়ে দেওয়া না হয়।

জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা তাদের আটক করিনি, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান। আটককৃতরা হলেন- বিনয় বিশ্বাস, হারুন অর রশিদ, শামীম রেজা, আনিসুল হক, আরিফুল ইসলাম, আরিফ হোসেন ও মনসুর আলম।

জানা যায়, সামাবেশকে সফল করতে বৃহস্পতিবার দিবাগত রাতে সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেঁয়ে গেছে শাহবাগসহ আশপাশের এলাকা। প্রচারণা চলে শুক্রবারও। আন্দোলনকারীরা বলেছিলেন, এ সমাবেশে সারাদেশ থেকে চাকরি প্রত্যাশী তরুণরা অংশ নেবে। কিন্তু আন্দোলনের শুরুতেই তা পুলিশি বাঁধার মুখে পড়ে।

আরো পড়ুন:২৭ বছরের যুবকের টানে ৫২ বছরের মার্কিন নারী বাংলাদেশে

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬