৩৫ প্রত্যাশীদের সমাবেশ আজ

© ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে সমাবেশ করবে ৩৫ চাই প্রত্যাশীরা। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আজ বিকাল ৩টায় শুরু হবে এই সমাবেশ। এতে অংশ নেবে সারাদেশের চাকরি প্রত্যাশী তরুণরা।

আজকের সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্র করে দাবির প্রতি একাট্টা সবাই। আন্দোলনকারীরা মনে করেন, দাবি আদায়ের জন্য আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই।

জানা যায়, সামাবেশকে সফল করতে বৃহস্পতিবার দিবাগত রাতে সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেঁয়ে গেছে শাহবাগসহ আশপাশের এলাকা। প্রচারণা চলে শুক্রবারও।

আন্দোলনকারীরা বলছেন, এ সমাবেশে সারাদেশ থেকে চাকরি প্রত্যাশী লাখো তরুণ অংশ নেবে। যারা মনে প্রাণে ৩৫ বছর চায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অনেক প্রোগ্রাম করছি,কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। এজন্য আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। এই সমাবেশে সারাদেশ থেকে চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেবে। যারা মনে প্রাণে ৩৫ চায়।

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬