বিনা মূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন এইচএসসি পাসেই, দৈনিক ভাতা ২০০

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে যুব উন্নয়ন অধিদপ্তর। আবেদন করুন দ্রুতই
৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে যুব উন্নয়ন অধিদপ্তর। আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে। এ লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি ১৬ জেলার জন্য এবং ৪ মার্চ ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণে প্রকাশ করেছে বিজ্ঞপ্তি। সরকারি এ প্রশিক্ষণের সুযোগ পাবেন ১৮-৩৫ বছর বয়সী প্রার্থীরা। এইচএসসি পাসেই সুযোগ পাবেন আবেদনের। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২য় ব্যাচে ৩ মাস মেয়াদে (৬০০ ঘণ্টাব্যাপী) দেওয়া হবে ফ্রিল্যান্সিংয়ের এই প্রশিক্ষণ। আগ্রহী সংশ্লিষ্ট ৪৮ জেলার প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে এবং ১৬ জেলার প্রার্থীরা ২২ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি-১

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ১৬ জেলায়, আবেদন এইচএসসি পাসেই, দৈনিক ভাতা ২০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্মপ্রত্যাশী তরুণদের জন্য বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৭ ফেব্রুয়ারি ১৬ জলোর জন্য প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। অধিদপ্তরের এই কোর্সে ভর্তিতে লাগবে না কোনো ফি, বরং প্রশিক্ষণার্থীদেরই দৈনিক ভাতা দেওয়া হবে ২০০ টাকা করে।

অধিদপ্তরের প্রশিক্ষণবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্প-এর আওতায় দেশের ৮ বিভাগের ১৬ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নতুন ব্যাচে ভর্তির জন্য ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবারের কোর্সে।

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

প্রশিক্ষণ ভাতা—

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন;

লিখিত পরীক্ষা—

আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে;

মৌখিক পরীক্ষা—

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৪ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে;

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ—

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করো হবে আগামী ২৭ মার্চ ২০২৫ তারিখে;

ক্লাসের সময়—

ফ্রিল্যান্সিং বিষয়ক এই প্রশিক্ষণে ৩ মাসব্যাপী কোর্সে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

বিজ্ঞপ্তি-২

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ৪৮ জেলায়, আবেদন এইচএসসি পাসে, দৈনিক ভাতা ২০০

বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণে মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরকারি এ প্রশিক্ষণের সুযোগ পাবেন ১৮-৩৫ বছর বয়সী প্রার্থীরা। এইচএসসি পাসেই সুযোগ পাবেন আবেদনের। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২য় ব্যাচে ৩ মাস মেয়াদে (৬০০ ঘণ্টাব্যাপী) দেওয়া হবে ফ্রিল্যান্সিংয়ের এই প্রশিক্ষণ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন—

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; 

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা; 

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া; 

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; 

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; 

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; 

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; 

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

আবেদন করতে পারবেন যারা—

অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৮-৩৫ বছর বয়সী শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন;

প্রশিক্ষণে দৈনিক ভাতা কত—

প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন;

প্রশিক্ষণের সময়সীমা—

৩ মাসব্যাপী এই  ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকোর্সে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। প্রশিক্ষণে ৬০০ ঘন্টায় মোট ৭৫টি ক্লাস হবে। ক্লাসে উপস্থিত হয়ে সরাসরি ক্লাস করতে হবে প্রার্থীদের;

দরকারি তারিখ—

লিখিত পরীক্ষা: আগামী ২৩ মার্চ ২০২৫ (লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে);

মৌখিক পরীক্ষা: আগামী ২৫ মার্চ, ২০২৫;

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: আগামী ২৭ মার্চ ২০২৫;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence