১৫,০০০ বেতনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি এনজিওতে, আবেদন এইচএসসি পাসেই

ক্রেডিট অফিসার (সিএমএফপি) নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ
ক্রেডিট অফিসার (সিএমএফপি) নিয়োগ দিচ্ছে কারিতাস বাংলাদেশ  © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ। সংস্থাটি সিলেট রিজিয়নে ‘ক্রেডিট অফিসার (সিএমএফপি)’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও সংস্থার নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ (কারিতাস সিলেট রিজিয়ন);

পদের নাম: ক্রেডিট অফিসার;

পদসংখ্যা: ৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৫,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*ইন্সুরেন্স স্কিম;

*হেলথ কেয়ার স্কিম;

*উৎসব ভাতা বছরে ২টি; 

আরও পড়ুন: ৪৫,০০০ বেতনে চাকরি আবুল খায়ের টোব্যাকোতে, ৩২ বছর বয়সেও আবেদন

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বয়স: ১৪ নভেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা;

আবেদন যেভাবে—

*প্রার্থীর নাম, *পিতার নাম, *মাতার নাম, *জন্ম তারিখ, *বর্তমান ঠিকানা (যোগাযোগের), *স্থায়ী ঠিকানা, *মোবাইল নম্বর ও ইমেইল নম্বর (যদি থাকে),*শিক্ষাগত যোগ্যতা, *ধর্ম, *জাতীয়তা, *বৈবাহিক অবস্থা, *২ জন স্বনামধন্য ব্যক্তির রেফারেন্স (ঠিকানা ও মোবাইল নম্বর)-সহ লিখিত আবেদনপত্র আঞ্চলিক পরিচালক, কারিতাস সিলেট অঞ্চল, সুরমাগেইট, খাদিমনগর, সিলেট ৩১০৩ বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা;

আবেদনের শর্তাবলি, দরকারি কাগজপত্র, কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ