অভিজ্ঞতা ছাড়াই ৩০ কর্মী নেবে টিএমএসএস, বেতন ১৫,৮০০ 

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)
ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। সংস্থাটি ‘সেলসম্যান’ পদে ৩০ জনের নিয়োগে রবিবার (৩ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘে (টিএমএসএস);

প্রকল্পের নাম: কার্যক্রম-৫ ডোমেইনের, টিএমএসএস;

পদের নাম: সেলসম্যান;

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৫,৮০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*উৎসব ভাতা বছরে ৩টি

*জ্বালানি বিল;

*টিএ/ডিএ বিল (প্রযোজ্য ক্ষেত্রে);

*মোবাইল বিল;

*ইনসেন্টিভ (মুল বেতনের ৩০ শতাংশ পর্যন্ত);

বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদনের যোগ্যতা

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*মার্কেটিংয়ের কাজে অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য (এইচএসসি/সমমান পাস);

*নিজস্ব মোটরসাইকেল থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*কম্পিউটারের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট চালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

কর্মস্থল: রংপুর ও রাজশাহী বিভাগে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ