পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে উচ্চবেতনে চাকরি, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। প্রতিষ্ঠানটিতে ৩ ক্যাটাগরির পদে ১৫ জনের নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল);

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল);

পদসংখ্যা: ৫টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: মূল বেতন ৫৪,৬০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*বাড়ি ভাড়া;

*পাওয়ার হাউস ভাতা;

*চিকিৎসা সুবিধা;

*উৎসব ভাতা;

*ফ্রিঞ্জ বেনিফিট;

*গ্র্যাচুইটি সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*জিপিএ-৫-স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ-৪-স্কেলে ৩ থাকতে হবে

*ইংরেজিতে সাবলীল হতে হবে;

*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর (২৪ অক্টোবর ২০২৪ তারিখে);

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী;

২. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল);

পদসংখ্যা: ৭টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: মূল বেতন ৪২,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*বাড়ি ভাড়া;

*পাওয়ার হাউস ভাতা;

*চিকিৎসা সুবিধা;

*উৎসব ভাতা;

*ফ্রিঞ্জ বেনিফিট;

*গ্র্যাচুইটি সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/পাওয়ার/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে;

*জিপিএ-৫ স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ৩ থাকতে হবে;

*ইংরেজিতে সাবলীল হতে হবে;

*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর (২৪ অক্টোবর ২০২৪ তারিখে);

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী;

৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল);

পদসংখ্যা: ৩টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: মূল বেতন ৪২,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*বাড়ি ভাড়া;

*পাওয়ার হাউস ভাতা;

*চিকিৎসা সুবিধা;

*উৎসব ভাতা;

*ফ্রিঞ্জ বেনিফিট;

*গ্র্যাচুইটি সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে;

*জিপিএ-৫ স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ৩ থাকতে হবে;

*ইংরেজিতে সাবলীল হতে হবে;

*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর (২৪ অক্টোবর ২০২৪ তারিখে);

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে Apply বাটনে ক্লিকের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদন ফি

১ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৬০০ এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ