২৩ জন নেবে আইটি প্রতিষ্ঠান, আবেদন এইচএসসি পাসেই

৫ পদে ২৩ কর্মী নিয়োগ দেবে আইটিবিষয়ক প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড
৫ পদে ২৩ কর্মী নিয়োগ দেবে আইটিবিষয়ক প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইটিবিষয়ক প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৫ পদে ২৩ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম : টেলিসেলস এক্সিকিউটিভ ;

পদসংখ্যা: ১৫টি;

বেতন: ১০০০০—২০০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*ভ্রমণ ভাতা;

*মোবাইল বিল;

*পারফরমেন্স বোনাস;

*ওভারটাইম ভাতা;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি, ‘ও’ লেভেল, ‘এ; লেভেল, বিএ বা স্নাতক পাস হতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে;

*কল সেন্টার, কল সেন্টার ট্রেনিং, কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার কেয়ার বিষয়ে ধারণা থাকতে হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে ভালো বেতনে চাকরি, যাতায়াত সুবিধাসহ থাকছে নানান সুবিধা

২. পদের নাম: ডিজিটাল মার্কেটিং ট্রেইনার;

পদসংখ্যা: ২টি;

বেতন: ১৮০০০—২৪০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*ভ্রমণ ভাতা;

*মোবাইল বিল;

*পারফরমেন্স বোনাস;

*ওভারটাইম ভাতা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো ১টি মার্কেটপ্লেসে (ফাইভার , আপওয়ার্ক) অ্যাকাউন্ট থাকতে হবে;

*টপ রেটেড অথবা লেভেল ২ সেলার হতে হবে;

৩. পদের নাম: ভিডিও এডিটিং ট্রেইনার;

পদসংখ্যা: ২টি;

বেতন: ১৮০০০—২৪০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*ভ্রমণ ভাতা;

*মোবাইল বিল;

*পারফরমেন্স বোনাস;

*ওভারটাইম ভাতা;

আবেদনের যোগ্যতা—

*প্রিমিয়ার প্রো, দা ভিঞ্চি রিসলভ জানতে হবে;

*রেফারেন্স হিসেবে প্রোজেক্ট থাকতে হবে;

৪. পদের নাম: গ্রাফিক্স ডিজাইনার/ট্রেইনার;

পদসংখ্যা: ২টি;

বেতন: ১৮০০০—২৪০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*ভ্রমণ ভাতা;

*মোবাইল বিল;

*পারফরমেন্স বোনাস;

*ওভারটাইম ভাতা;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো ১টি মার্কেটপ্লেসে (ফাইভার, আপওয়ার্ক) অ্যাকাউন্ট থাকতে হবে;

*টপ রেটেড অথবা লেভেল ২ সেলার হতে হবে;

৫. পদের নাম: ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন: ১৮০০০—২৪০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*ভ্রমণ ভাতা;

*মোবাইল বিল;

*পারফরমেন্স বোনাস;

*ওভারটাইম ভাতা;

আবেদনের যোগ্যতা—

*লারাভেল/পিএইচপি, রিঅ্যাক্ট জেএস, নোড জেএস ইত্যাদি জানতে হবে;

*রেফারেন্স হিসেবে প্রোজেক্ট থাকতে হবে;

আরও পড়ুন: ৩০,০০০ টাকা বেতনে চাকরি এসিআই লিমিটেডে, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ 

বয়সসীমা (সব পদের ক্ষেত্রে): প্রার্থীর বয়স ১৮—৪৫ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর ধরন (সব পদের ক্ষেত্রে): নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ