দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকরি

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তার অধস্তন অন্যান্য আদালতে। প্রতিষ্ঠানটিতে ১২ ক্যাটাগরির পদে ৩০ জনের নিয়োগে বুধবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (দিনাজপুর);

১. পদের নাম: স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে;

*টাইপিংয়ে  সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;

২. পদের নাম: বেঞ্চ সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি;

*কম্পিউটারে চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৩. পদের নাম: বেঞ্চ সহকারী;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি;

*কম্পিউটারে চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৪. পদের নাম: লাইব্রেরি সহকারী (ক্যাটালগার);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাপ্রাপ্ত হতে হবে;

*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;

৫. পদের নাম: টাইপিস্ট–কপিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি;

*বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ৩৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৬. পদের নাম: রেকর্ড সহকারী;

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি;

*কম্পিউটার চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৭. পদের নাম: সহকারী রেকর্ড কিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি;

*কম্পিউটার চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে;

৮. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা

*জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস (অষ্টম শ্রেণি পাস);

*মোটরগাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে;

*তবে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবেন।

৯. পদের নাম: প্রসেস সার্ভার

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

১০. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৭টি

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

১১. পদের নাম: নৈশপ্রহরী;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

১২. পদের নাম: ফরাস;

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;

দরকারি কাগজপত্র

*স্বহস্তে লিখিত আবেদনপত্র;

*জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্মনিবন্ধন সনদপত্রের নম্বর;

*মোবাইল নম্বর; ই–মেইল (যদি থাকে);

আবেদন যেভাবে

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম ও নিজ জেলা স্পষ্টা করে 

উল্লেখ করতে হবে। দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই শুধু ৮ থেকে ১২ নম্বর পদে আবেদন করতে পারবেন;

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ১০০ টাকা বাংলাদেশ/সোনালী ব্যাংক পিএলসির ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ ১৪২২৩২৬ (নতুন কোড) নম্বরে জমা দিতে হবে। এ ছাড়া চালানের মূল কপিটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ অক্টোবর ২০২৪, বিকেল ৫টা।

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ