বুয়েটে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল ৪২ পদে ৮৬ জনের নিয়োগে বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি ২টি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে ৪২টি পদে ৮৬ জনের নিয়োগে বুধবার (২ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); 

বিজ্ঞপ্তি নম্বর-১ (টেকনিক্যাল পদ: ৪৭টি)

১. পদের নাম: ফার্মাসিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১২৫০০—৩০২৩০ টাকা;

২. পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট (ফিজওথেরাপি);
পদসংখ্যা: ১টি;
বেতন: ১২৫০০—৩০২৩০ টাকা;

৩. পদের নাম: ড্রাফটসম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১২৫০০—৩০২৩০ টাকা;
 
৪. পদের নাম: ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১২৫০০—৩০২৩০ টাকা;

৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৬. পদের নাম: ল্যাব ইন্সট্র্যাক্টর কাম স্টোর কীপার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৭. পদের নাম: ক্রাফট ইন্সট্রাক্টর;
পদসংখ্যা: ৫টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৮. পদের নাম: নেটওয়ার্ক টেকনিশিয়ান;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৯. পদের নাম: পাম্প সুপারভাইজার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

১০. পদের নাম: হেড ইলেকট্রিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

১১. পদের নাম: অপারেটর মেকানিক;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

১২. পদের নাম: ড্রাইভার (ভারী);
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৯৭০০—২৩৪৯০ টাকা;

১৩. পদের নাম: ড্রাইভার কাম ফিটার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৭০০—২৩৪৯০ টাকা;

১৪. পদের নাম: ড্রাইভার (হালকা);
পদসংখ্যা: ২টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১৫. পদের নাম: অটোমেকানিক;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১৬. পদের নাম: সহকারী এসি টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১৭. পদের নাম: ল্যাব সহাকারী;
পদসংখ্যা: ২টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১৮. পদের নাম: বাবুর্চি;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১৯. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ১০টি;
বেতন: ৯০০০—২১৮০০ টাকা;

২০. পদের নাম: শপ অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯০০০—২১৮০০ টাকা;

২১. পদের নাম: লিফট অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯০০০—২১৮০০ টাকা;

২২. পদের নাম: হোয়াইট ওয়াশ মিস্ত্রী;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯০০০—২১৮০০ টাকা;

২৩. পদের নাম: সহকারী ওয়েল্ডার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮৮০০—২১৩১০ টাকা;

২৪. পদের নাম: সহকারী পাম্প ড্রাইভার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮৫০০—২০৫৭০ টাকা;

২৫. পদের নাম: সহকারী টেলিফোন লাইনম্যান;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮৫০০—২০৫৭০ টাকা;

২৬. পদের নাম: ভেহিক্যাল হেলপার;
পদসংখ্যা: ২টি;
বেতন: ৮২৫০—২০০১০ টাকা;

আবেদন ফি
১ হতে ৪ নম্বর পর্যন্ত প্রতিটি পদের জন্য ৩০০ টাকা এবং ৫ হতে ১৮ পর্যন্ত প্রতিটি পদের জন্য ২০০ টাকা এবং ১৯ হতে ২৬ পর্যন্ত প্রতিটি পদের জন্য ১০০ টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে;

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন—

 

বিজ্ঞপ্তি নম্বর ২ (নন-টেকনিক্যাল পদ: ৩৯টি)

১. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১১৩০০—২৭৩০০ টাকা;

২. পদের নাম: প্রধান সহাকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১৩০০—২৭৩০০ টাকা;

৩. পদের নাম: সহকারী হিসাবরক্ষক;
পদসংখ্যা: ৩টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৪. পদের নাম: ক্যাটালগার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৫. পদের নাম: পিএ (প্রধান প্রকৌশলীর কার্যালয়ের);
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৬. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট-কাম-ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৭. পদের নাম: উচ্চমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১১০০০—২৬৫৯০ টাকা;

৮. পদের নাম: হিসাব সহাকারী কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

৯. পদের নাম: হিসাব সহাকারী কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১০. পদের নাম: এলডিএ-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১১. পদের নাম: খাদেম (ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীন কেন্দ্রীয় মসজিদের);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১২. পদের নাম: স্টোর সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯৩০০—২২৪৯০ টাকা;

১৩. পদের নাম: হেড সিকিউরিটি গার্ড;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯০০০—২১৮০০ টাকা;

১৪. পদের নাম: এমএলএসএস;
পদসংখ্যা: ৯টি;
বেতন: ৮২৫০—২০০১০ টাকা;

১৫. পদের নাম: গার্ড;
পদসংখ্যা: ৭টি;
বেতন: ৮২৫০—২০০১০ টাকা;

১৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৮২৫০—২০০১০ টাকা;

১ হতে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৩ হতে ১২ নম্বর পর্যন্ত প্রতিটি পদের জন্য ২০০ টাকা এবং ১৩ হতে ১৬ পর্যন্ত প্রতিটি পদের জন্য ১০০ টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদনপত্র ও ফি জমাদানের শেষ তারিখ ২৩ অক্টোবর;

আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে করুন। এ ছাড়া আবেদন সংশ্লিষ্টে কোনো তথ্যের প্রয়োজন হলে recruitment@regtr.buet.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে। অথবা নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন—


সর্বশেষ সংবাদ