কর্মসূচি সংগঠক নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে পিতৃত্বকালীন ছুটিসহ নানান সুবিধা

বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের লোগো
বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের লোগো  © সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কর্মসূচি সংগঠক পদে কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও;

পদের নাম: কর্মসূচি সংগঠক;

পদসংখ্যা; নির্ধারিত নয়;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী;

অন্যান্য সুযোগ-সুবিধা

*উৎসব ভাতা;

*পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটি;

*আনুতোষিক;

*প্রদায়ক ভবিষ্যনিধি;

*স্বাস্থ্য ও জীবনবীমাসহ প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে প্রযুক্তিগত উপদেষ্টা

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্য্যালয়;

শিক্ষাগত যোগ্যতা

*স্বীকৃত প্রতিষ্ঠানি থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা,

*ডিপ্লোমা ইন এগ্রিকালচার; অথবা,

*ডিপ্লোমা ইন লাইভষ্টক;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ অক্টোবর;

কাজের ক্ষেত্র, যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ