গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
গণ বিশ্ববিদ্যালয়, সাভার ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়, সাভার ক্যাম্পাস © সংগৃহীত

বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গণ বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: অধ্যাপক/সহযোগী অধ্যাপক;

বিভাগ: বিবিএ;

পদসংখ্যা: ১টি;

আরও পড়ুন: জীবন বীমা করপোরেশনে স্নাতক পাসে ১০ পদে চাকরি 

২. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগ: বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি (১), রসায়ন (ভৌত-১), ইংরেজি (১), আইন (১);

পদসংখ্যা: ৪টি;

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি (২), মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (১), রসায়ন (জৈব-১), পদার্থবিজ্ঞান (১), ইংরেজি (২), রাজনীতি ও প্রশাসন (১) আইন (২);

পদসংখ্যা: ১০টি;

দরকারি কাগজপত্র

*দুই (২) কপি সদ্য তোলা ছবি;

*শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি;

আরও পড়ুন: স্নাতকে টেরিটরি অফিসার পদে চাকরি এসিআই মোটরসে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, গণ বিশ্ববিদ্যালয়, নলাম, পো: মির্জানগর ভায়া, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, ঢাকা-১৩৪৪ বরাবর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: সাভার, ঢাকা;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর;

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক ক্লিক করুন।

‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ট্রেইনি জুনিয়র অফিসার নেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা …
  • ২৯ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসে পরীক্ষা স্থগিত চেয়ে রিট, যা বলছে পিএসসি
  • ২৯ জানুয়ারি ২০২৬
টাইম ম্যাগাজিনে ‘বুলিং সাংবাদিকতা’ কেন?
  • ২৯ জানুয়ারি ২০২৬
এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬