সরকারি চাকরির শূন্যপদ নিয়ে নতুন সিদ্ধান্ত সংসদীয় কমিটির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
সরকারি চাকরিতে যেসব শূন্য পদ রয়েছে, তা দ্রুত পূরণের জন্য মন্ত্রণালয়গুলোকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৩০মে) জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় বা বিভাগের ১৯ লাখ ১৬ হাজার ৫১৯ অনুমোদিত পদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৭২ পদ পূরণ হয়েছে। ফাঁকা রয়েছে তিন লাখ ৭০ হাজার ৪৪৭ পদ। কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের অনুমোদিত ও শূন্য পদ পূরণকল্পে গুরুত্ব অনুযায়ী মন্ত্রণালয় বা বিভাগ নির্বাচন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এ ছাড়া আন্তমন্ত্রণালয় বৈঠক করে মন্ত্রণালয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয় (১৩-২০ গ্রেড), সেগুলোর শূন্যপদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির আগের বৈঠকে সরকারের মন্ত্রণালয়গুলোতে কতটি পদ ফাঁকা এবং পূরণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়। বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। পরে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, বীরেন শিকদার, মেহের আফরোজ, শরীফ আহমেদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর।