শুক্রবার যথাসময়েই সমন্বিত ১০ ব্যাংকের প্রিলি পরীক্ষা

০৭ নভেম্বর ২০২৩, ০৬:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসারের (জব আইডি-১০১৮০) ৯২২টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষা আগের নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ ঘোষিত সূচি অনুযায়ী আগামী শুক্রবার (১০ নভেম্বর) পরীক্ষা হবে।

আজ মঙ্গলবার দুপুরে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) পরিচালক মো. সাঈদুর রহমান খান এ তথ্য জানিয়ে বলেন, ইতিমধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত ৫৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিনিয়র অফিসার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮৭৯। সবচেয়ে বেশি প্রার্থী মাইলস্টোন কলেজে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার।

এদিকে, আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দুই দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিভিন্ন দল। অর্থাৎ বুধবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে শুক্রবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে। অবরোধের কারণে অনেক প্রার্থী পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬