১২ জনকে নিয়োগ দেবে পরমাণু শক্তি কমিশন

নিয়োগ দেবে এনপিসিবিএল
নিয়োগ দেবে এনপিসিবিএল   © ফাইল ফটো

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশন ১২ পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেডে ৬ পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ২২ মে এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট (সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগপ্রাপ্তরা আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৫ বা তদূর্ধ্ব পদে ন্যূনতম এক বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১৪ বছর চাকরির অভিজ্ঞতা। নতুন সিকিউরিটি ইউনিট/দল গঠনের অভিজ্ঞতা; গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট-সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জ্ঞান এবং আন্ত-এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
বয়সসীমাসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
মূল বেতন: ১,২৬,০০০ হাজার টাকা (গ্রেড-৪)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: হেড অব সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগপ্রাপ্তরা আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ বা তদূর্ধ্ব পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা। নতুন সিকিউরিটি ইউনিট/দল গঠনের অভিজ্ঞতা; গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট-সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জ্ঞান এবং আন্ত-এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
মূল বেতন: ১,০৯,২০০ হাজার টাকা (গ্রেড-৫)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: হেড অব সিকিউরিটি পাস ইউনিট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগপ্রাপ্তরা আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।


৪. পদের নাম: এনপিপি স্টেশন সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন শিফট সুপারভাইজার
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগপ্রাপ্তরা আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা। কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

৫. পদের নাম: হেড অব ফিজিক্যাল প্রটেকশন ডিউটি ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগপ্রাপ্তরা আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ পদে ন্যূনতম দুই বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট-সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং আন্ত-এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন, বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
মূল বেতন: ১,০৯,০০০ টাকা (গ্রেড-৫)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

৬. পদের নাম: ডেপুটি হেড অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বা যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫-এর মধ্যে ৩ অথবা ৪-এর মধ্যে ২.৫০ থাকতে হবে (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি/বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)। কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা। নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং থ্রেট অ্যাসেসমেন্ট-সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং আন্ত-এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন, বয়স ও উচ্চতার সঙ্গে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
মূল বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)
সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকাল গণ্য হবে। প্রবেশনকালে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। চাকরি নিয়মিতকরণের পর মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০-৬০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০ শতাংশ হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য প্রান্তিক সুবিধা দেওয়া হবে।

সব পদে অতিরিক্ত সাধারণ যোগ্যতা: কোনো কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/স্বায়ত্তশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা। প্রতিকূল পরিস্থিতিতে/ প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তাসংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা। নেতৃত্ব প্রদানের ক্ষমতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিংয়ে দক্ষতা। মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা। নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জাতীয়/আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/সনদ থাকতে হবে।

প্রয়োজনীয় শর্ত: যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকার করতে হবে যে তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর (প্রযোজ্যতা অনুসারে ৬০ বছর বয়স পূর্তি পর্যন্ত) চাকরি করবেন। যদি এনপিসিবিএলে ১০ বছর চাকরি সমাপ্তির পূর্বে (প্রযোজ্যতা অনুসারে ৬০ বছর বয়স পূর্তি পূর্বে) স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন, তবে তিনি এনপিসিবিএল, সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক তাঁর জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএলের অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।

আবেদন যেভাবে:  আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে আবেদন করতে হবে। 

আবেদন ফি: ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২২ মে ২০২৩, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত দেখুন এখানে...


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence