প্রভাষক নিয়োগ দেবে ঢাবির ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মে ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ১৮ মে ২০২৩, ১১:৩৭ AM
সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ। একজন স্থায়ী পদের অধ্যাপকের শূন্য পদ পূরণে অস্থায়ী প্রভাষক নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-টাকা (জাতীয় বেতন স্কেল- ২০১৫)।
যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিষয়ে এম. ফার্ম এবং কমপক্ষে চার বছর মেয়াদী বি.ফার্ম (অনার্স) পরীক্ষার উভয়টিতে ১ম শ্রেণী/ সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সহ এইচ.এস.সি. এবং এস.এস.সি. পরীক্ষায় ১ম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রীধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে । যে সকল প্রার্থী বি. ফার্ম অথবা এম. ফার্ম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান/ সর্ব্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাঁদের ক্ষেত্রে এস.এস.সি অথবা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে: ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ৮ (আট) কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সহিত প্রশংসাপত্র, মার্কসিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৩।