ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একাধিক পদে শিক্ষক নিয়োগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ PM
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি তাদের ১০টি বিভাগে প্রভাষক ও অধ্যাপক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১। পদের নাম: সহকারী অধ্যাপক/প্রভাষক (ব্যবসায় প্রশাসন বিভাগ)
যোগ্যতা: ন্যূনতম পিএইচডি ডিগ্রি।
২। অর্থনীতি বিভাগ
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পিএইচডি, সহকারী অধ্যাপকের জন্য
৩। ইংরেজি বিভাগ
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পিএইচডি, সহকারী অধ্যাপকের জন্য
৪। সামাজিক সম্পর্ক বিভাগ
পদ: প্রভাষক
বিষয়: (ক) জনসংখ্যা বিজ্ঞান/জনসংখ্যা (খ) ইতিহাস এবং (গ) জনস্বাস্থ্য/গণযোগাযোগ এবং সাংবাদিকতা/মনোবিজ্ঞান।
৫। তথ্য অধ্যয়ন বিভাগ
পদ: প্রভাষক
বিষয়: তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা
৬। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পিএইচডি, সহকারী অধ্যাপকের জন্য
৭। ফার্মেসি বিভাগ
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পিএইচডি, সহকারী অধ্যাপকের জন্য
৮। গাণিতিক ও ভৌত বিজ্ঞান বিভাগ (এমপিএস)
পদ: সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক
বিষয়: (ক) সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপকের জন্য পরিসংখ্যান (ডেটা সায়েন্সে বিশেষীকরণ) এবং (খ) গণিত
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পিএইচডি, সহকারী অধ্যাপকের জন্য
৯। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ (GEB)
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক
যোগ্যতা: জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি/বায়োটেকনোলজি/জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
১০। সিভিল ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন (অ্যাকাউন্টিং/ফাইনান্স/মার্কেটিং/ম্যানেজমেন্ট/এইচআরএম বিভাগ)
পদ: অধ্যাপক/সহকারী অধ্যাপক/সহকারী অধ্যাপক
যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পিএইচডি
আবেদন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা একাডেমিক ফলাফল, একাডেমিক এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের কপি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি সহ একটি সম্পূর্ণ সিভি ভাইস চ্যান্সেলর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, প্লট-এ/2, জহুরুল ইসলামের কাছে পাঠান। এভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-1212 এই ঠিকানায় ও আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদনে শেষ সময়: ১৯ মার্চ ২০২৩