প্রভাষক নেবে বিএএফ শাহীন কলেজ

বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম
বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএএফ শাহীন কলেজ। প্রতিষ্ঠিানটি তাদের চট্টগ্রামের বাংলা ভার্সনে স্কুল ও কলেজ শাখায় বিভিন্ন বিভাগে প্রভাষকহ এডমিন সুপারভাইজার নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম

পদের নাম: প্রভাষক (ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা) বাংলা ভার্সন কলেজ শাখা 

পদ সংখ্যা: ০১ জন

আবেদনের যোগ্যতা: (১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ে ০৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/ সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। অথবা ২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি / সমমান। সমগ্র শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে। 

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০, গ্রেড: ০৯

পদের নাম: সহকারী শিক্ষক (গণিত) বাংলা ভার্সন মাধ্যমিক শাখা

পদ সংখ্যা: ০১ জন

আবেদনের যোগ্যতা: (১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী/ সমমান ও বিএড ডিগ্রি/ সমমান। অথবা ২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি / সমমান। সমগ্র শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০, গ্রেড: ১০ (প্রশিক্ষণপ্রাপ্ত), ১২৫০০-৩০২৩০, গ্রেড: ১১ (প্রশিক্ষণ বিহীন)

পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি) বাংলা ভার্সন মাধ্যমিক শাখা

পদ সংখ্যা: ০১ জন।

আবেদনের যোগ্যতা: (১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রী/ সমমান। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রী/সমমান। অথবা ২) স্নাতক পর্যায়ের ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/ সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সমগ্র শিক্ষাজীবনে ১টি ৩য় শ্রেণি/ বিভাগ/ সমমান গ্রহণযোগ্য হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০, গ্রেড: ১০ (প্রশিক্ষণপ্রাপ্ত), ১২৫০০-৩০২৩০, গ্রেড: ১১ (প্রশিক্ষণ বিহীন)

পদের নাম: এডমিন সুপারভাইজার

পদ সংখ্যা: ০১ জন।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি / সমমান। সমগ্র শিক্ষা জীবনে যেকোনো ১টি ৩য় বিভাগ / সমমান গ্রহণযোগ্য হবে।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর। সেনা/নৌ/ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়স ও শিক্ষাগতযোগ্যতা শিথীলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০, গ্রেড: ১২

আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে কলেজ পরিচালনা পরিষদের সভাপতির বরাবরে স্বহস্তে লিখিত আবেদনপত্র (আবেদনপত্র ও খামের উপরে পদের নাম বিষয়সহ উল্লেখপূর্বক) জীবনবৃত্তান্ত, পাসপোর্ট আকারের ০২ কপি ছবি, মোবাইল নম্বর ও সকল প্রামাণ্য কাগজপত্রের সত্যায়িত কপি, ব্যাংক ড্রাফট/ পে অর্ডার নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্টার্ড ডাক/ কুরিয়ার সার্ভিস যোগে বা সরাসরি অত্র কলেজে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য ৬০০/- টাকা, ২ ও ৩ নং পদের জন্য ৫০০/- টাকা, ৪ নং পদের জন্য ৪০০/- টাকা

আবেদনের শেষ সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৩

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bafsc.edu.bd/


সর্বশেষ সংবাদ