বইমেলা আজ সকাল থেকে, বন্ধ শিশু প্রহর

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৪ AM
বইমেলায় শিশুরা

বইমেলায় শিশুরা © সংগৃহীত

বইমেলা আজ সকাল থেকেই শুরু হবে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। তবে ছুটির দিনগুলোতে সাধারণত শিশুদের জন্য আলাদা আয়োজন ‘শিশু প্রহর’ থাকলেও এই ছুটির দিনে সেটি থাকছে না। আয়োজকরা জানিয়েছে, করোনার কারণে শিশু প্রহর বন্ধ রেখেন তারা।

এবছর বইমেলা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। গণভবন থেকে ভাচুর্য়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় ৫৪০ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতবার সেই সংখ্যা ছিল ৪৬৬ টি।

প্রতিদিন মেলা দুপুর ২টা থেকে শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। কিন্তু সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। প্রতিদিনের মতোই রাতে একই সময়ে মেলা শেষ হবে।

আরও পড়ুন- সময় বাড়ছে বইমেলার, শেষ হবে ১৭ মার্চ 

এবছর শিশু প্রহর না থাকায় হতাশ শিশুদের বই প্রকাশকরা। তারা বলছেন, মেলা শুরু হলেও শিশু প্রহর না থাকা খুবই দুঃখজনক। এইদিন শিশুদের কলকাকলিতে মেলার শিশু চত্বর মুখরিত থাকে। এবার শিশু চত্বর আছে কিন্তু শিশু প্রহর নেই।

মেলার সার্বিক বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেছিলেন, এবারও শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। তবে কোভিড পরিস্থিতির কারণে প্রথমদিকে ‘শিশু প্রহর’ থাকবে না। যদি পরবর্তীতে শিশু প্রহর হয়, তাহলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

এদিকে গতকাল মেলার ঘুরে দেখা যায়, শিশু চত্বরে আছে শিশুদের বইয়ের স্টল। শিশু প্রহরের আয়োজক সংস্থা সিসিমপুরের স্টল রয়েছে। যদিও শিশু প্রহরের নেই কোনও আয়োজন। করোনার কারণে আরও একটি শুক্রবার শিশু প্রহরহীন দেখতে হবে বইমেলাকে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9