‘মোরাল অব দ্য স্টোরি’
বইমেলায় আলামিন মোহাম্মদের আত্মউন্নয়নমূলক বই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৯ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৯ PM
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আলামিন মোহাম্মদের প্রথম আত্মউন্নয়নমূলক বই ‘মোরাল অব দ্য স্টোরি’। এটি লেখকের চতুর্থ বই। বইটির প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ। বইটি প্রকাশ করেছে বাংলার প্রকাশন। বইটির মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা।
আলামিন পেশাগত জীবনে কর্পোরেট চাকরিজীবী। বইটি প্রসঙ্গে তিনি বলেন, নাট্যকার মুনির চৌধুরী বলেছেন-‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়’। ‘মোরাল অব দ্য স্টোরি’ আপনাকে বদলে দিবে। এই বদলটা হওয়া চাই ইতিবাচক। নিজের জীবনের ইতিবাচক পরিবর্তন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, জীবনের সুখ, আশা এবং বিশ্বাস খুঁজে পাওয়ার একটি হাতিয়ার হচ্ছে ‘মোরাল অব দ্য স্টোরি এটি একটি নীতিগল্প বা আত্মউন্নয়নমূলক বই। গল্পের মাধ্যমে যে শিক্ষা দেয়া হয় তা সহজে মনে থাকে। গল্পের ছলে সহজভাবে বলার চেষ্টা করা হয়েছে আমাদের জীবনেরই গল্প।