রাজশাহী কলেজে ৬ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু

রাজশাহী কলেজে ভ্রাম্যমান বইমেলা
রাজশাহী কলেজে ভ্রাম্যমান বইমেলা  © টিডিসি ফটো

রাজশাহী কলেজে শুরু হয়েছে ছয় দিন দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা। মেলা চলবে আগামী চার নভেম্বর পর্যন্ত। রবিবার ( ৩০ অক্টোবর ) রাজশাহী কলেজ লাইবেব্রী প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

দর্শনার্থী ও ক্রেতাদের  জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  সবার জন্য উন্মুক্ত  থাকবে এ মেলা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দেশ-বিদেশের প্রায় দেড়শো প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারেরও বেশি বই পাওয়া যাবে। এছাড়াও মেলা থেকে বাছাই করে দর্শক ও ক্রেতারা নিজের পছন্দমতো বই পড়ার ও কেনার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আব্দুল মতিন, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশ্বসাহিত‍্য কেন্দ্রের লাইব্রেরি কর্মকর্তা হোসেন ইকবাল প্রমুখ।

আরও পড়ুন: ছাত্রলীগকে সম্মেলনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী দিনে মেলায় বই কিনতে আসা রাজশাহী কলেজ ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল বলেন, নিজ কলেজে বইমেলা,এ এক দারুণ অনুভূতি। মেলায় ঘুরে ঘুরে বই পড়ে,দেখে নতু বইয়ের ঘ্রাণে আমি মাতোয়ারা হয়ে উঠি।এই বইমেলা শিক্ষার্থীদের মনের খোরাক জোগানোর অভিনব এক আয়োজন। বিভিন্ন দিবসে কলেজে বইমেলার আয়োজনের জন্য আমরা উদগ্রীব হয়ে থাকি।

কলেজের কলেজের মার্কেটিং বিভাগের অনার্স প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী প্রার্থনা ইসলাম বলেন , আমি মেলায় আজ ঘরে ঘুরে দেখছি। পরবর্তী এসে আমি বই কিনবো।

ভ্রাম্যমাণ বইমেলা সংগঠক আশরাফুল ইসলাম জানান, আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের জ্ঞানপিপাসুদের  প্রতিটি মানুষের হাতে পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলোর নিরন্তরভাবে সহজলভ্য করার উদ্দেশ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর্থিক সহযোগিতায় আমাদের এই মেলার আয়োজন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence