ক্লাইমেট ইমার্জেন্সি—অক্সফোর্ড ডিকশনারিতে বছরের সেরা শব্দ

২৫ নভেম্বর ২০১৯, ০১:০৮ AM

© সংগৃহীত

অক্সফোর্ড ডিকশনারির সম্পাদকমণ্ডলী ২০১৯ সালের জন্য সেরা শব্দ হিসেবে বেছে নিয়েছেন ‘ক্লাইমেন্ট ইমার্জেন্সি’। বাংলায় যাকে বলা যায় ‘জলাবায়ুর জরুরি অবস্থা’। অক্সফোর্ড কর্পসের মতে, কয়েক কোটি লিখিত ইংরেজি শব্দের ভাণ্ডারে ‘ক্লাইমেট ইমার্জেন্সি’র ব্যবহার ২০১৯ সালে এসে ব্যাপক বৃদ্ধি পায়, বিশেষ করে গত সেপ্টেম্বরে তা আগের তুলনায় একশ গুণেরও বেশি ব্যবহৃত হয়েছে।

অক্সফোর্ডে ‘ক্লাইমেন্ট ইমার্জেন্সি’ শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, এটি এমন পরিস্থিতি যাতে জলবায়ু পরিবর্তন হ্রাস বা বন্ধে এবং পরিবর্তনের ফলে সম্ভাব্য পরিবেশের ক্ষতি এড়াতে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।

২০১৯ সালে ক্লাইমেট বা জলবায়ু শব্দটির সাথে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি হলো ইমার্জেন্সি বা জরুরি অবস্থা। হেলথ ইমার্জেন্সির চেয়েও ২০১৯ সালে ক্লাইমেট ইমার্জেন্সি দ্বিগুণ বেশি ব্যবহৃত হয়েছে।

প্রসঙ্গত, অক্সফোর্ড ডিকশনারি ২০০৪ সাল থেকে প্রতিবছর এমন একটি শব্দ বা অভিব্যক্তি নির্বাচন করে আসছে যা গত ১২ মাসে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। শব্দটি ব্যবহারের পরিমাণ ও সাংস্কৃতিক প্রভাবের অন্যান্য সূচকের ভিত্তিতে বিজয়ী শব্দ নির্বাচন করা হয়।

২০১৭ সালের সেরা শব্দ ছিল ‘ইয়ুথকোয়েক’ বা ‘যুবকম্প’। সহস্রাব্দের প্রজন্ম ওই বছর রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তনের ধারা সূচনা করে সেটাই শব্দটির সেরা হওয়ার সিদ্ধান্তের কারণ। এর আগে ২০১৮ সালে সেরা শব্দ ছিল ‘টক্সিক’।

জামায়াতের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার : মাহদী
  • ২৪ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বগুড়াকে সিটি করপোরেশন করা হবে: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ৩০ প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষিত ২৬ জন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬