বেঙ্গল বই প্রাঙ্গণে কালি ও কলমের বই মেলা চলছে 

২৯ জুলাই ২০১৮, ০১:২৫ PM
বই দেখছে মেলায় আসা এক অতিথি

বই দেখছে মেলায় আসা এক অতিথি

১৫ বছরে পা রেখেছে বাংলা ভাষার শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকা কালি ও কলম। ১৫ বছরের এ পথচলা উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে ২৬ জুলাই থেকে শুরু হয়েছে কালি ও কলম বই মেলা।

সাহিত্য পত্রিকা কালি ও কলমের ১৫ বছরে পূর্তি উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে ২৬ জুলাই থেকে শুরু হয়েছে কালি ও কলম বই মেলা। বাংলা ভাষার শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকা কালি ও কলম চলতি বছর ১৫ বছরে পা রেখেছে ।

লালমাটিয়া বেঙ্গল বইয়ে এ মেলা চলছে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত  মেলা উন্মুক্ত সবার জন্য। মেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত।

মেলায় থাকছে কালি ও কলমের পুরনো সংখ্যা নিয়ে প্রদর্শন ও বিক্রয়ের বিশেষ আয়োজন। ছোটগল্প, কবিতা, চিত্রকলা, রবীন্দ্র-সার্ধশতজন্মবার্ষিকী, জয়নুল আবেদিন সংখ্যাসহ সকল বিশেষ সংখ্যার ওপর থাকছে ২০% ছাড়।

এছাড়া ১০০ টাকায় পাওয়া যাবে ৩টি নিয়মিত সংখ্যা।

কালি ও কলমের দীর্ঘ এ পথচলায় এ পত্রিকায় প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিকদের লেখার পাশাপাশি পত্রস্থ হয়েছে নবীন ও উদীয়মান লেখকদের লেখা। সাহিত্যের সঙ্গে সঙ্গে শিল্পের বিভিন্ন শাখার লেখাও ধারণ করে চলেছে কালি ও কলম।

পাঠক ও লেখকদের একান্ত আগ্রহে কালি ও কলম পরিণত হয়েছে বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় সাহিত্য সাময়িকীতে।

নবীন কবি ও সাহিত্যিকদের সাহিত্য চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০০৮ সাল থেকে কালি ও কলম প্রদান করে আসছে তরুণ কবি ও লেখক পুরস্কার।

বিভিন্ন উপলক্ষে কালি ও কলম প্রকাশ করেছে বিশেষ সংখ্যা।

ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬