আল্লাহর কাছে প্রার্থনায় ফিলিস্তিনে শান্তি চাইলেন তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ  © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন, এই ঈদে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হয়।

শুক্রবার (১৪) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে যে মহামারী চলছে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তা দ্রুত শেষ হয়ে যায়। আওয়ামী লীগ যে উন্নয়ন শুরু করেছে তা অব্যাহত থাকুক। দেশের সব মানুষ শান্তিতে থাকুক, সুস্থ থাকুক।

এদিকে ঈদের জামাত উপলক্ষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন মুসল্লিরা। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বায়তুল মোকাররমের প্রবেশ পথে জীবানু নাশক স্প্রে করা হয়। এছাড়া যারা মাস্ক নিয়ে আসেননি তাদের বিনামূল্যে মাস্ক সরবরাহ করেন মসজিদ কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ