করোনা ভ্যাকসিন পাচ্ছে রাবি শিক্ষার্থীরা

রাবি ক্যাম্পাস
রাবি ক্যাম্পাস  © ফাইল ছবি

চলমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক ড. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনতে আগামী ২৪ মে তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাইটে গিয়ে অনলাইনে স্ব স্ব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র জমা দিতে বলা হয়েছে।

আবেদনের লিংক: https://sites.ru.ac.bd/studentnid/php

এ বিষয়ে জানতে চাইলে ড. বাবুল ইসলাম বলেন, দিন দিন করোনা রিরূপ আকার ধারণ করায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এই টিকাদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যথাসময়ে তাদের ভোটার আইডি প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।

টিকা পাওয়ার প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, আমরা শিক্ষার্থীদের পূরণ করা তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) প্রেরণ করব। তারা সেটা স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরণের মাধ্যমে যথানিয়মে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করা হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার আগে ২২০টি আবাসিক হলের এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীর টিকা দেওয়া হবে। সেজন্য এরইমধ্যে ইউজিসির মাধ্যমে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের ২২০টি আবাসিক চাহিদা চাওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ